#Quote

এসো হে নবীন – ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন, সোনামাখা সোনালী বরণ ঢালায়, সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়। – রুনা লায়লা (বাংলা কবিতা.কম)

Facebook
Twitter
More Quotes
এসো হে নতুন , বাজিয়ে সুর লহরী উল্লসিত নব বীণ। আজ সু মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ। - রুনা লায়লা
ঐ নূতনের কেতন ওড়ে, কাল বোশেখির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর — কাজী নজরুল ইসলাম।
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে – রবীন্দ্রনাথ ঠাকুর
হে নবীন,বরণের পুষ্প ডালার সামনে মাথাকে নত রাখতে শিখো।যত দ্রুত তুমি স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবে,ততটাই দ্রুত তুমি মাটিতে পতিত হবে।—নিকুঞ্জ মাধব।
এসো হে নবীন, নির্মল ভালোবাসায় হও রংধনুর রঙে রঙিন, শত বাধা-বিপত্তি পেছনে ফেলে, পায়ে পায়ে অগ্রসরমান হও ঢাকের তালে তালে। – রুনা লায়লা (বাংলা কবিতা.কম)
এসো হে নবীন–ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন,সোনামাখা সোনালী বরণ ঢালায়,সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়।– রুনা লায়লা বাংলা কবিতা.কম
এসো হে নবীন,নির্মল ভালোবাসায় হও রংধনুর রঙে রঙিন,শত বাধা-বিপত্তি পেছনে ফেলে,পায়ে পায়ে অগ্রসরমান হও ঢাকের তালে তালে।– রুনা লায়লা (বাংলা কবিতা.কম)
এসো নবীন, গ্রহণ করো প্রভাতে রবির কর, প্রখর তাপ, প্রবল বর্ষণের তেজ, আলো আঁধারির খেলা। সকলকেই বরণ করিয়া লইতে হবে। দুঃখ ও আনন্দবোধের সীমারেখা দূর আকাশে ঠেলিয়া দাও। — সংগৃহীত ।
নবীনের সাথে মিলিয়া প্রবীণ গাহিব নূতনেরই গান।এসো ছায়াতলে,করিব বরণ হৃদয়ের মায়া তীরে।—মাশরুর এনান।
গগনে কৃষ্ণ মেঘ দোলে – কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে;দোলে রাধা শ্যাম ঝুলন-দোলায় দোলে আজি শাওনে । - কাজী নজরুল ইসলাম