#Quote

এসো আলোর মিছিলে হে নবীন, হে তরুন দল, ফুটন্ত টগ-বগে শিরা তোমার । এইতো সময় কিছু করার, ভাল কিছু জাতিকে দেবার । তবে কেন গুহাবাসির মত, নিজেকে লুকিয়েছ অন্ধকারে ? অন্ধকার জগতে নির্বাসিত হয়ে, মনকে ফেলেছ কলুসিত করে । – সংগ্রহিত

Facebook
Twitter
More Quotes
যে নবীন খোলা মনে প্রবীণকে আর তার অভিজ্ঞতাকে সম্মানের সাথে বরণ করিয়া নিতে পারে, বুদ্ধিমত্তায় তার চেয়ে প্রবীণ আর কেউ হতে পারে না। — প্রসিধ কৃষ্ণা।
হে নবীন, বাহির হও গুহা থেকে, আঁধার থেকে। টগবগে তীব্র রক্ত তোমার, প্রবল তেজ। যা কিছু ভালোর শুরু তোমার হাত ধরে, জাতির যা কিছু মহানের যাত্রা সেই তোমারই পথ পানে চেয়ে। তবে কেন ঢাকো নিজেকে অন্ধকারে?
নবীনের বরণে প্রবীণের স্নেহ আর উচ্ছ্বাস দেখিতে পাইব, জানিবে জয়রথ সেই পথ দিয়াই যাত্রা করিবে।এবং এ বিষয়ে নিশ্চিত থাকিও।—শত্রুঘ্ন কুমার৷
এসো হে নবীন, এগিয়ে চল অবিরাম,অন্তহীন ভোরের সূর্যের প্রথম আলো, স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো। -রুনা লায়লা বাংলা কবিতা.কম
বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে কি আদরে তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে।
আপনাদের সবাইকে নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত জানাই। এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের আগমন আমাদের জন্য আনন্দের। আপনারা এখানে নতুন নতুন জ্ঞান অর্জন করবেন, জীবনের জন্য প্রস্তুত হবেন। সবার জন্য শুভকামনা রইল।
নবীনের সাথে মিলিয়া প্রবীণ গাহিব নূতনেরই গান। এসো ছায়াতলে, করিব বরণ হৃদয়ের মায়া তীরে — মাশরুর এনান।
গগনে কৃষ্ণ মেঘ দোলে – কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে;দোলে রাধা শ্যাম ঝুলন-দোলায় দোলে আজি শাওনে । - কাজী নজরুল ইসলাম
আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন, ভালবেসে জানাই তোমায়ে, শুভ জন্মদিন।
এসো হে নবীন – ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন, সোনামাখা সোনালী বরণ ঢালায়, সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়। – রুনা লায়লা (বাংলা কবিতা.কম)