#Quote

এসেছে শত পুষ্পের দল করেছি তাদের বরণ। হাতে হাতে শোভা পাবে তাদের দেওয়া ফুল। বিশাল এই পৃথিবী সৃষ্টি হয়েছে সব, সৃষ্টির বরণে হচ্ছে কলরব। প্রতিদিনই নবীন বাড়বে, প্রবীণ হবে সবাই। আদর্শকে পুঁজি করে থাকব মোরা ভাই – ভাই। রোগে শোকে কাতর হলে, সবাই আসবে দলে দলে করবে সবাই জয়। আমরা তোমাদের পাশে থাকব, নেইকো যে আর ভয়। - আপন দেবনাথ

Facebook
Twitter
More Quotes
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে – রবীন্দ্রনাথ ঠাকুর
মনে রেখো তুমি জগতে একা নয়। তোমার মধ্যে সৃষ্টিকর্তা আর তোমার নিজস্ব বুদ্ধিমত্তা ও বাস করে।
এসো আলোর মিছিলে হে নবীন, হে তরুন দল, ফুটন্ত টগ-বগে শিরা তোমার । এইতো সময় কিছু করার, ভাল কিছু জাতিকে দেবার । তবে কেন গুহাবাসির মত, নিজেকে লুকিয়েছ অন্ধকারে ? অন্ধকার জগতে নির্বাসিত হয়ে, মনকে ফেলেছ কলুসিত করে । – সংগ্রহিত
শিশুদের মতো বৃদ্ধ লোকদের দেহেও এক সুন্দর শোভা বিস্তার করে। কত বৃদ্ধের মধ্যে সেই শোভা দর্শন করিয়া মুগ্ধ হই।
অন্ধ বিশ্বাস শত্রুদের সৃষ্টি করে এবং মানবকে হৃদয়ঘাত করে।
ঐ নতুন কেতন ওড়ে কাল বৈশাখির ঝড় তোরা সব জয়ধ্বনি কর। – কাজী নজরুল ইসলাম
চেহারাটা কখনো বদলানো যাবে না, কারণ এটা মহান আল্লাহর সৃষ্টি, তুমি তোমার চরিত্র টা বদলাও কারন এটা তোমার সৃষ্টি করা!
কৃতি এমন একটা জিনিস, যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব দেয়, একটা নতুন ভালোলাগা সৃষ্টি করে।
হাতে ফুলের সৌন্দর্য যেমন গাছে থাকলে শোভা পায়। ঠিক তেমনই মানুষের সৌন্দর্য তার হৃদয়ে শোভা পায়।
তুমি যদি তোমার জীবনটাকে ভালোবেসে থাকো তাহলে কখনো অযথা সময় অপচয় করোনা, কেননা প্রত্যেকটা জীবনই সময়ের বেড়াজাল দিয়ে সৃষ্টি।