Quotes
Total 58543 Quotes
মেঘের বুঝি করলো হঠাৎ মনখারাপ! বৃষ্টিও আজ হলো বড্ড অভিমানী ,অভিযোগ একটাই তার নাকি , মেঘ বৃষ্টির আলাপন হয়নি ! মেঘের আকাশ আজ মেঘাচ্ছন্নতাই বোঝে, দুচোখ দিয়ে তাই শুধু বৃষ্টিকেই খোঁজে,বৃষ্টিও পথ চেয়ে বসে, করছে মেঘের অপেক্ষা,মেঘের আকাশ গুমোট ভীষণ, করছে বৃষ্টিকে উপেক্ষা ভেঙে যাক শত অভিমান, হোক আজ মেঘ বৃষ্টির আলাপন, দূর হোক দূরত্ব, হোক মেঘ বৃষ্টির সম্পর্কে এক মিঠে সমাপন ৷
ফিরতি পথে মেঘের দল, অনেকটা পথ সঙ্গী হলো, দুর্গমতায় মূর্ছা যাওয়ায়, পথ দেখিয়ে সাথে চললো ।প্রকৃতি দিয়েছে তাদের দায়িত্ব এক, বর্ষা নামাতে পাহাড় জুড়ে তারই ফাঁকে তারা দিয়েছে আমায় একটা দুপুর, গন্ধ মাখা অর্কিডের।পাহাড়ে তখন পাইন আর রডোডেনড্রন ,বিদ্রোহ হেঁকে চলে, এগিয়ে দিয়েছিলো সমতলে আমায়, এসব ঝঞ্ঝাট ফেলে, খুব আগলে ।বিদায়বেলায় জিজ্ঞেস করলাম একবার,”তোমাদেরকে যে কিছুই নেই দেবার!” শুধু বললো হেসে, “হে পরদেশী,বিরহ ভুলে একটা রূপকথা লেখো সবার।”চায়নি তারা কিছুই, বরং দিয়েছিল বাকি জীবন বেঁচে থাকার রসদ।ফিরতি পথে মেঘের দল,একপশলা বৃষ্টি নিয়ে সঙ্গী হলো অনেকটা পথ।