#Quote

মেঘের বুঝি করলো হঠাৎ মনখারাপ! বৃষ্টিও আজ হলো বড্ড অভিমানী ,অভিযোগ একটাই তার নাকি , মেঘ বৃষ্টির আলাপন হয়নি ! মেঘের আকাশ আজ মেঘাচ্ছন্নতাই বোঝে, দুচোখ দিয়ে তাই শুধু বৃষ্টিকেই খোঁজে,বৃষ্টিও পথ চেয়ে বসে, করছে মেঘের অপেক্ষা,মেঘের আকাশ গুমোট ভীষণ, করছে বৃষ্টিকে উপেক্ষা ভেঙে যাক শত অভিমান, হোক আজ মেঘ বৃষ্টির আলাপন, দূর হোক দূরত্ব, হোক মেঘ বৃষ্টির সম্পর্কে এক মিঠে সমাপন ৷

Facebook
Twitter
More Quotes
যদি বৃষ্টি হতাম…তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম! চোখে জমা বিষাদটুকু এক নিমেষে ধুয়ে দিতাম।
মন ভাসে তার স্বপ্ন নিয়ে, মেঘ ভাসে তার ইচ্ছেতে! চল না আজ একটু ভিজি ক্ষণিকের এই বৃষ্টিতে।
তুমি মেঘ আমি বৃষ্টি***তোমার জন্য আমার সৃষ্টি।
মেঘলা আকাশ ঝোড়ো বাতাস বৃষ্টি ঝরুক তোমার নামে; শব্দেরা না হয় থাকুক বন্দী যত্নে রাখা গোপন খামে!
অর্ধেক আকাশ চাই না আমি, পুরো আকাশটা তোমারি থাক..!! ঝলমলে রোদ তোমায় দিলাম… বৃষ্টি হলে খানিক দিও ভাগ।
বৃষ্টি ভেজা সিক্ত শহর জল রঙেতে ভাসছো তুমি , সময় পেরোয় ভীষণ রকম বাংলাদেশ তুমি বড্ডো দামি
মেঘের পালক দুচোখ জুড়ে বৃষ্টি আঁকে তোমার নামে, অল্প অল্প স্মৃতির দাগে নালিশ জমায় বুকের বামে।
এক পশলা বৃষ্টির পরে সবসময়ই ভালো কিছু সবার জন্য অপেক্ষা করে।
একদিন বেশ মেঘ করুক, বৃষ্টি নামুক বেশ জোরে! দুঃখ যত বিকিয়ে দেবো জলের সাথে, জলের দরে।
মেঘের বহু রং, কখনো সে দুধের মত সাদা, কখনো বা ধূসর কালো, আবার কখনো লালচে আভা মিশে থাকে মেঘের গায়ে, তবুও সব রঙেরই যেন ভিন্ন মাধুর্য রয়েছে।