#Quote

পরিবর্তে আসবেনা কিছুই। জানা ছিলো তবু, তোর- হৃদির পিঞ্জরে রেখে যেতো চিঠি, মেঘের কবুতর

Facebook
Twitter
More Quotes
নীল আকাশের মেঘের ভেলায় জলে ফুলের মেলায়, সবুজ ঘাসের শিশির কণায় প্রজাপতির রঙিন ডানায়, একটা কথা তোমায় জানায় •• শুভ সকাল ••
এ এক সহজ বিষয়। তবুও, যে পড়েছে সেই শুধু জানে, ভালোবাসা মুখস্থ করে কোনো লাভ নেই। হৃদয়বিজ্ঞানে
আসলে এইসব আয়োজন তোমার প্রেমের জন্য, ভেবে দেখো জীবনটা মোর করবে তুমি ধন্য।
শুনে আসি চলো, যমুনার ধারে- যে প্রেম ধ্বনিত হয়। হৃদয়বেতারে
অদম্য ঝড় বুকে নিভে গেলে বাতি- তুমি তার দুঠোঁটের চুম্বনে কাতিল
শরতে কাশফুল। আকাশে ভাঙা মেঘ, তোমার দুঠোঁট আজ গোধূলি রাঙাবে
আমি তাকে রোজ দেখি। দেখি কতো পাখি ওড়ে, স্মৃতিছায়া সরে গেলে, ঘুম হয়ে, স্বপ্নের ভেতরে
প্রিয়তমা তুমি এভাবে থেকে গেলেও পারতে! যেমন থাকে নীল আকাশ জুড়ে সাদা মেঘের বিন্দু।
আমি ছিলাম বৃষ্টি..! তুমি মেঘের গর্জন শুনে পালিয়েছিলে।
আকাশের দিকে তাকিয়ে আছি এক বিশাল শুন্য দৃষ্টি নিয়ে!! সাদা মেঘের ভেলা আমাকে রেখে ছুটে চলছে ঐ দূর নীল দিগন্তে।