#Quote

আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও, চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।

Facebook
Twitter
More Quotes
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
নিঃশব্দে হেঁটে এসে মিছিলের পাশে, আমাকে বিপ্লব শিখিও, আদরের ক্লাসে
হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে, ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।
তোর ওই ঠোটের কোনে তিল, আমার বুকের মাঝে ছুড়েছে ঢিল
কত শত স্বপ্ন সাজাই তোমায় ভালোবেসে, তোমায় চোখে হারাই খুঁজে বেড়াই আমার চারপাশে।
শহর ছেড়ে পালাই কোথায়। মনখারাপের ট্যাক্সি নেই, এ জখম সারবে শুধু। তোর দুঠোঁটের ভ্যাকসিনেই
অদম্য ঝড় বুকে নিভে গেলে বাতি- তুমি তার দুঠোঁটের চুম্বনে কাতিল
আমি তাকে রোজ দেখি। দেখি কতো পাখি ওড়ে, স্মৃতিছায়া সরে গেলে, ঘুম হয়ে, স্বপ্নের ভেতরে
তোমার বুকের ভেতর রাখা পাথরের স্লেটে- লিখে দেবো দুলাইন রোজ, সন্ধ্যায়, কাপ্লেটে
যেদিন তুমি আমার হবে প্রেমের বাহুডোরে, সেদিন সব পিপাসার হবে অবসান, খুব আয়োজন করে।