More Quotes
পলকেই দেখা যায় তাকে। আবার পলকেই বিলীন মন তো তৃণ নয়। তবু কেন ছুটে যায় সোনার হরিণ
ভালোবেসে এসো তুমি আমার এই জীবনে, আধার ঘোচায় যেমন প্রদীপ নিজের আলোর গুনে।
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
মন তো বন্দর নয়। তবুও ফিরে আসা কোনো জাহাজ, যে- অজান্তেই ডুবে গেছে চোখে। তোর কাজলের সাহায্যে
শুনে আসি চলো, যমুনার ধারে- যে প্রেম ধ্বনিত হয়। হৃদয়বেতারে
কত শত স্বপ্ন সাজাই তোমায় ভালোবেসে, তোমায় চোখে হারাই খুঁজে বেড়াই আমার চারপাশে।
আমার হৃদয়ে বিরাজ করে যা খুশি তাই করো, শাওন, ভাদর, আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়ে ঝরো।
যেন তোমাকেই ভালবেসেছি শতরূপে বহুবার, ভালোবাসায় হাজার প্লাবনে ভেসে গেছি কতোবার।
কাজল চোখে মাঞ্জা দিলে আর বুকের ভেতর ছুরি, তোমার ঠোঁটেই কাটলো শেষে। এই বালকের ঘুড়ি।
জানিনা এ কিসের মোহ। জানিনা কিসের অলীক টানে, আয়না হয়ে দাঁড়িয়ে আছি। তোমার চোখের মরূদ্যানে।