#Quote

হাওয়া তো পাগল হয়। তাই মাতাল এই চোখ- তোর দিকে তাকিয়েই আজীবন নির্বাক হোক

Facebook
Twitter
More Quotes
তুমি যদি মেঘ হও, আমি হবো বৃষ্টি! তুমি যদি রেখে দাও আমায়, আমি রয়ে যাবো আজীবন তোমার।
শতবার নির্বাক বাকরুদ্ধ হয়ে চোখের জল ফেলেছি তোমার জন্য, ভালোবেসে আমার হৃদয় পুড়ছে পুড়ুক তবুও তুমি হও ধন্য।
ভালোবেসে এসো তুমি আমার এই জীবনে, আধার ঘোচায় যেমন প্রদীপ নিজের আলোর গুনে।
পরোয়ানা জারি হোক। কথা মুলতুবি। আমিও হারানো নাবিক। ঠোঁট দাও। ডুবি
আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও, চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।
হঠাৎ বৃষ্টি তে পাওয়া ভেজা স্মৃতির রা, এমনই ভিজে হয়ে থাকুক আজীবন তোকে নিয়ে বাকি বৃষ্টি দের থেকে আলাদা হয়ে
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
কতো করুনায় চাতকের মতো চেয়ে থেকেছি, যতবার দেখেছি তোমায়, ততবার তৃষিত হয়েছি।
জানিনা এ কিসের মোহ। জানিনা কিসের অলীক টানে, আয়না হয়ে দাঁড়িয়ে আছি। তোমার চোখের মরূদ্যানে।
তার চোখ যেন চোরাবালি, তাই এমন ভয়, যতবারই কাছে আসি, টেলিপ্যাথি মনে হয়