More Quotes
আকাশ ছোঁয়া সুখের মতো তোমার ভালোবাসা, আমার হৃদয়ে তোমার যেনো নিত্য যাওয়া আসা
ঠাঁই নেই সেই আকুল পাথার ডুব দিয়েছি কবে! প্রথমবার তোমার চোঁখে চোঁখ রেখেছি যবে!
শরতে কাশফুল। আকাশে ভাঙা মেঘ, তোমার দুঠোঁট আজ গোধূলি রাঙাবে
কত শত স্বপ্ন সাজাই তোমায় ভালোবেসে, তোমায় চোখে হারাই খুঁজে বেড়াই আমার চারপাশে।
নীল নবঘনে আষাঢ় গগণে,তিল ঠাই আর নাহিরে,ওগাে,আজ তােরা যাসনে ঘরের বাহিরে|
আশায় থাকি চেয়ে থাকি তোমার পথের পানে, আসবে কবে আমার কাছে ভালোবাসার টানে।
এ প্রনয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা, সাক্ষী থেকো মরন যেন হয় না তোমায় ছাড়া
যদি কারো কাছে প্রিয় বা আকর্ষণীয় হতে চাও তাহলে নিজের মুখের ঠোঁটের কোনায় মুচকি হাসি দিয়ে ভরে রাখো।
আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও, চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।
হৃদয়ে ডুবে যাওয়া নাবিকের মনও, তোর- চোখের কিনারে এসে করেছে নোঙর।