#Quote

স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে-জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে- বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম

Facebook
Twitter
More Quotes by Kazi Nazrul Islam
আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে- দুলবে তরী রঙ্গে, প’ড়বে মনে সে কোন্ রাতে এক তরীতে ছিলেম সাথে,এমনি গাঙ ছিল জোয়ার, নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী-চৈতী-রাতের চাঁদনী।ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
দুঃখ সয়েছি, আঘাত হাসিমুখে বরণ করেছি, কিন্তু আত্মার অবমাননা কখনও করিনি। নিজের স্বাধীনতাকে কখনও বিসর্জন দেইনি।
স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,-জাগবে হঠাৎ চমকে!ভাববে বুঝি আমিই এসে ব’সনু বুকের কোলটি ঘেঁষে,ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা! মিথ্যা স্বপন!বেদনাতে চোখ বুঁজবে-বুঝবে সেদিন বুঝবে!! - কাজী নজরুল ইসলাম
কারার ঐ লৌহকপাট,ভেঙ্গে ফেল কর রে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী। -
আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে-দুলবে তরী রঙ্গে,প’ড়বে মনে সে কোন্ রাতে এক তরীতে ছিলেম সাথে,এমনি গাঙ ছিল জোয়ার,নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে-বুঝবে সেদিন বুঝবে ! - কাজী নজরুল ইসলাম
কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। - কাজী নজরুল ইসলাম
ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই । - কাজী নজরুল ইসলাম
ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী,আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী-চৈতী-রাতের চাঁদনী।ঋতুর পরে ফিরবে ঋতু,সেদিন-হে মোর সোহাগ-ভীতু!চাইবে কেঁদে নীল নভো গা’য়,আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই. - কাজী নজরুল ইসলাম