#Quote

এসো হে নবীন, বাজিয়ে সুরের লহরী উল্লসিত নব বীণ, আজ সুর মিলিয়ে গাইব সবে জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নব প্রাণ।

Facebook
Twitter
More Quotes
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে – রবীন্দ্রনাথ ঠাকুর
যে পুরাতন,যে নতূন নবীনকে বরণ করিয়া লইতে ভয় পায়,শঙ্কিত হয়। বুঝিয়া লইবে,তাহার অর্জন ততখানি খাঁটি নয়। তাহার মধ্যে কোথাও এক মস্ত বড় ফাঁকি।—যোগেন্দ্র শর্মা।
এসো আলোর মিছিলে হে নবীন, হে তরুন দল, ফুটন্ত টগ-বগে শিরা তোমার । এইতো সময় কিছু করার, ভাল কিছু জাতিকে দেবার । তবে কেন গুহাবাসির মত, নিজেকে লুকিয়েছ অন্ধকারে ? অন্ধকার জগতে নির্বাসিত হয়ে, মনকে ফেলেছ কলুসিত করে । – সংগ্রহিত
সময় গিয়াছে, নূতন হইয়াছে পুরাতন। দ্বার খোলো আবার, আবার আসিয়াছে নূতন, লও তাহারে বরণ করিয়া। — রবীন্দ্রনাথ ঠাকুর।
নবীণের পদচারণা,সানন্দে বরণের উল্লাস,প্রাণের উচ্ছ্বাস নেই যে উদ্যানে তা মৃত স্হবির এক উদ্যান।—কিশোর কায়সার।
যে পুরাতন, যে নতূন নবীনকে বরণ করিয়া লইতে ভয় পায়, শঙ্কিত হয়। বুঝিয়া লইবে, তাহার অর্জন ততখানি খাঁটি নয়। তাহার মধ্যে কোথাও এক মস্ত বড় ফাঁকি — যোগেন্দ্র শর্মা।
ঐ নতূনের কেতন ওড়ে, কাল বোশেখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর – কাজী নজরুল ইসলাম
এসো হে নবীন, এগিয়ে চল অবিরাম,অন্তহীন ভোরের সূর্যের প্রথম আলো, স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো। -রুনা লায়লা বাংলা কবিতা.কম
এসো হে নবীন,এসো ভালোবাসার বাহুডোরে।পুষ্প ডালায় ভালোবাসা সাজানো থরে থরে,গ্রহণ করো।—সুকুমার চক্রবর্তী।
নবীনের বরণে প্রবীণের স্নেহ আর উচ্ছ্বাস দেখিতে পাইব, জানিবে জয়রথ সেই পথ দিয়াই যাত্রা করিবে। এবং এ বিষয়ে নিশ্চিত থাকিও। — শত্রুঘ্ন কুমার৷