#Quote

ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ন না থাকে যেন তোর কোন সখ, এই কামনার সাথে জানাই শুভ পহেলা বৈশাখ।

Facebook
Twitter
More Quotes
চৈত্রে চালিতা, বৈশাখে নালিতা, আষাড়ে…ভাদ্রে তালের পিঠা। আর্শ্বিনে ওল, কার্তিকে কৈয়ের ঝুল। – ক্ষণা
চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন, হেরিব না দিক– গনিব না দিন ক্ষণ, করিব না বিতর্ক বিচার উদ্দাম পথিক। মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা উপকণ্ঠ ভরি– খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কারলাঞ্ছনা উৎসর্জন করি।
নব বর্ষের পুণ্য-বাসরে কাল-বৈশাখী আসে, হোক্‌ সে ভীষণ, ভয় ভূলে যাই অদ্ভুত উল্লাসে।
ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ন না থাকে যেন তোর কোন সখ, এই কামনার সাথে জানাই শুভ পহেলা বৈশাখ
আপনাকে ভালোবাসা হাসিতে ভরা একটি পয়লা বৈশাখের শুভেচ্ছা।
রোদ ঝলমলে বৈশাখী সকাল,প্রকৃতি গায় নতুন গানের তাল।হৃদয় ভরে ওঠে নতুন স্বপ্নে,শুভ হোক নতুন বছরের সেতু রচনে।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছরে সমস্ত সমস্যা কেটে যাক। সাফল্য এবং সুখের পথচলা শুরু হোক।
নতুন বছর নতুন উদ্যমের সঙ্গে শুরু করুন, পয়লা বৈশাখে ঈশ্বরের কাছে প্রার্থনা সেই যাত্রা শুরু করুন।
পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ-আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ
পয়লা বৈশাখের চেতনা সমস্ত জীবের প্রতি কৃতজ্ঞতা, দয়া এবং মমতা আপনার হৃদয় স্পর্শ করুক।