#Quote
More Quotes
ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জনছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন, চৈত্র অবসান– গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান।
নতুন বছরের সূচনা, আনন্দের ভান্ডার,পহেলা বৈশাখে কাঁপাকাঁপা নদী আর পাহাড়।মিষ্টি পিঠে, রাঙা জামা, মনে শুধু সুখ,সবার জীবনে আসুক, ভালোবাসার দিশা।
হৈ ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক- হে ভৈরব, হে রুদ্র বৈশাখ
বৈশাখের এই রোদে গলতে দিন দুঃখগুলো, সাজুক দিন রঙে ও আলোয়।
পহেল বৈশাখের নতুন প্রভাতে পাখিরা গাইছে গান, আপন বেগে বহিছে নদী শোন নদীর কলতান! প্রভাতে সোনার বরণ রবি উঠিয়াছে পূর্ব গগনে, মাধবী, মালতী, টগর, করবী ফুটিয়াছে বনে বনে! ফুলে ফুলে উড়ে প্রজাপতি সমীরণ সৌরভ ছড়ায়, মাতিয়া উঠে সবাকার প্রাণ খুশিতে হৃদয় ভরে যায়! পহেলা বৈশাখের এই নবীন প্রভাতে প্রাণে জাগুক নব নব আশা, পহেলা বৈশাখের আজিকে সবাই নিও মোর প্রীতি ও ভালবাসা!
নতুন দিনের নতুন আশায় গত যত ভুল ভ্রান্তি বর্ষের প্রথম প্রভাতে ছুঁড়ে ফেলে ছুটব বিশ্বে আজ হতে আপন কাজে। নববর্ষের শুভেচ্ছা রইল।
আমার হৃদয়ে বিরাজ করে যা খুশি তাই করো, শাওন, ভাদর, আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়ে ঝরো।
মুছে দিতে সকল গ্লানি, নতুন বছর আসছে জানি। সুখী ছিলে সুখে থাকো আর শুভ হোক তোমার নতুন বছর। শুভ নববর্ষ
শীতের মিষ্টি বাতাস চলে, গ্রীষ্মের সুরে,পহেলা বৈশাখে জীবন ফিরে নতুন গুঞ্জনে।অথচ, এই জ্ঞানী দেশ, নতুন বছর পায়,সবাই একে অপরকে শুভেচ্ছা জানায়।
রোদ ঝলমলে বৈশাখী সকাল,প্রকৃতি গায় নতুন গানের তাল।হৃদয় ভরে ওঠে নতুন স্বপ্নে,শুভ হোক নতুন বছরের সেতু রচনে।