#Quote
More Quotes
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য সেই যথেষ্ট I
আল্লাহ, যখন সবকিছু এলোমেলো মনে হয়, তখন শুধু আপনার উপর বিশ্বাসই আমাকে আশ্রয় দেয়।
কেক, গিফট নয় আজ চাই আল্লাহর রহমত।চাই চোখের পানি দিয়ে তওবা করা চাই গোনাহ মাফ করার তৌফিক।হে আল্লাহ, এই জন্মদিনে আমাকে নবজীবনের দোয়া দাও।
আল্লাহ্ যেন আপনাকে দ্রুত সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, এবং শারীরিক ও মানসিক শান্তি এনে দেন।
শিক্ষক একটি আদর্শ সাথী, যিনি ছাত্রদেরকে দ্বীনি সংশ্লিষ্ট জ্ঞান এবং আমলের পথে পরিচালিত করে।
আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম স্থান হলো মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্টতর স্থান হলো বাজার।
আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইকে সহযোগীতা করে। - সহীহ মুসলিম
হাজারো সমস্যার মাঝে একটাই ভরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করেন I
আল্লাহ আমাদের সবাইকে, পরবর্তী শুক্রবারের জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিন।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন ।