#Quote
More Quotes
আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র মাসের পূর্ণ ফায়েজ ও বরকত লাভ করার তৌফিক দান করুন।
মহান আল্লাহ তায়ালা বলেনঃ- তুমি ওই দিনকে ভয় করো , যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে ।—সুরা ইয়াসিন (৬৫)
আল্লাহ তাআলার গুণাবলিতে তোমরা ভূষিত হও। - আল হাদিস
মুসলিম আমার নাম! কুরআন আমার জান! নামাজ আমার গাড়ি! জান্নাত আমার বাড়ী! আল্লাহ্ আমার রব!নবী আমার সব! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম!
কেয়ামতের দিন রাসূলুল্লাহ (সাঃ) এর নিকটতম ব্যক্তি হবে সেই, যে তার প্রতি অধিক পরিমাণে দুরুদ পাঠ করেছেন ।
হে আল্লাহ আমাদের থেকে যা নিয়েছো নাও আরো যদি নেয়ার থাকে নিয়ে নাও, তারপর ও আল আকসা আমাদের দাও
যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে । - আল হাদিস
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।
যত পাপই করেন না কেন মনে রাখবেন কোন কিছুই আল্লাহ্র দয়ার চেয়ে বড় নয়। তিনি মাফ করে দিবেন।
“তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় । ”