#Quote

যে ব্যক্তি বিয়ে করল, সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করল। এখন তাকে বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে।

Facebook
Twitter
More Quotes
আল্লাহ বলেন -তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত। (সুরা হুজরাত আয়াত-১৩)
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না হয়তো আপনি যা চান,সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।
অসুস্থ ব্যাক্তির গুনাহ সমূহ মাফ হয়। যেমন করে গাছের শুকনো পাতা ঝরে। আর সেই আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। ইন-শা-আল্লাহ তিনি আপনাকে সুস্থ করে দিবেন।
পরিবারের দায়িত্ব পালনে আন্তরিক থাকো। কারণ পরিবারই তোমার শক্তি এবং আল্লাহর নিকট তোমার দায়িত্বের প্রথম স্থান। -হজরত আলী (রা.)
সৌন্দর্যের আলাদা কোন রং নেই আল্লাহ সৃষ্টি সব কিছুই সুন্দর !
আজ পবিত্র লাইলাতুল বরাত। আল্লাহ সবার জীবনের অতীত ও বর্তমানের সকল গুনাহ মাফ করুক।
আমিও দেখতে চেয়ে ছিলাম, আমার ভাগ্যের পাতায় কি লেখা আছে! কিন্তু পৃষ্ঠা উল্টে দেখলাম, আল্লাহ তাতে বড়ো নিষ্ঠুরতার সাথে কষ্ট লিখে রেখেছেন।
এসেছে রমজান, নিজের গুনাহের বোঝা হালকা করার চেষ্টা করুন। আপনি যত বড়ই গুনাগার হোন না কেন আল্লাহর কাছে আপনি তার সৃষ্টির একজন।
আমানতের খেয়ানতকারী আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে – হাদিস
যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখেন সে ব্যক্তি ইচ্ছা কখনো অসম্পূর্ণ থাকে না I