#Quote
More Quotes
আল্লাহ আপনার ত্যাগ কবুল করুক এবং আপনাকে উদারভাবে প্রতিদান দিক।
যে ব্যক্তি সালাতে দাঁড়াইয়া এইদিক ঐদিক তাকায়, আল্লাহ তায়ালা তাহার নামাজকে উল্টা দিকে ঠেলিয়া দেন। অর্থাৎ এ ধরনের সালাত আল্লাহ তায়ালা কবুল করেন না। - আল হাদীস
কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্যপ্রাপ্তির আশা ছিল। — হযরত মুহাম্মাদ (স.)
পৃথিবিটা!!আল্লাহর!!রহমতে!!ঘেরা হলো❤✿᭄ ✿᭄ কিন্তু!!আফসোস ✿᭄ দুনিয়ার!!মানুষগুলো!সবাই!অহঙ্কারে!!সেরা
নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। [সূরা আনফাল : ৩০ এবং আল ইমরান ৫৪ ]
ইচ্ছে গুলো পূরণ হয়না বলে মন খারাপ করিনা, কারন আমি জানি, আল্লাহ সবসময় উত্তম জিনিস দেন
আল্লাহর স্মরণই হৃদয়ের সবচেয়ে বড় সান্ত্বনা।
ফুল হলো সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তায়ালারে সুন্দরতম সৃষ্টি যা পৃথিবীকে আরোও অনেক সুন্দর করে তোলে।
আজকের রাতে, নেক আমলের প্রতিজ্ঞা করুন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করুন।
আল্লাহর রহমত সব ভুলকে মাফ করে দিতে পারে, যদি তুমি তাওবা করো।