#Quote
More Quotes
আল্লাহ বলেন -তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত। (সুরা হুজরাত আয়াত-১৩)
প্রতিটা মানুষের একটাই ভরসা, আল্লাহ একদিন সব কিছুই ঠিক করে দিবেন, ইনশাআল্লাহ।
যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে অপর কারও ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তার লালসা করো না।- সূরা আন-নিসা, আয়াত: ৩২
মৃত্যু হলো আল্লাহর প্রতি তার বন্ধুদের ফিরে আসার পথ।
গোধূলি রঙে একটি একাকী মিনারের মতো, একাকীত্ব ডাক দেয়, একটি আত্মা পুনর্নবীকরণের জন্য। নীরব দোয়ায় আল্লাহ তা 'আলার রহমত কামনা করে, হৃদয়ের মসজিদে, ঐক্য খুঁজে পাওয়া।
“তুমি আমার ব্যক্তিগত পরীক্ষা করতে পারবে না !!আমি-শুধু তাদের জন্য যারা আমার মূল্য জানে!
আল্লাহ তাদের প্রতি দয়া করবেন না যারা মানুষ জাতির প্রতি দয়াবান নয়। – সহীহ বুখারী
আল্লাহ কোনো কষ্ট দেন না, যদি না তিনি তার উত্তম পুরস্কার দিতে চান – হাদিস
আল্লাহ আপনি আমার বাবাকে জান্নাতবাসী করুন, আমিন।
আল্লাহর প্রতি ভরসা আছে চাওয়াটা একদিন পূরণ হবেই ।