More Quotes
আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে,আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
আমি বললাম- সুখ কখন আসবে? আল্লাহ বললেন- হে আমার প্রিয় বান্দা তুমি ধৈর্য ধরো নিশ্চয়ই সবরকারী কে আল্লাহ পছন্দ করেন I
আল্লাহর উপর ভরসা রেখে নিজের কাজ নিজে করে যান। আল্লাহই আপনার পথের সবকটা সরিয়ে দিবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তোমার আগামীর পথ সহজ করুক, প্রতিটি পদক্ষেপে রহমত বর্ষিত হোক। বিদায়, দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র মাসের পূর্ণ ফায়েজ ও বরকত লাভ করার তৌফিক দান করুন।
আল্লাহ বলেন, ‘আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। (সূরা আল-বাকারা: ১৫২)
পৃথিবীতে আল্লাহ অনেক বিস্ময়কর সৃষ্টি পাঠিয়েছেন, তাদের অন্যতম হল বাবা।
অনেক কিছুু জীবন থেকে হারিয়ে গেছে! তবুও কোনো অভিযোগ নেই! কারণ আল্লাহ একদিন এর চেয়ে উত্তম জিনিস দেবেন।
আজকের রাতে, দরিদ্র ও অভাবীদের পাশে থাকুন। তাদের সাহায্য করুন, আল্লাহর রহমত লাভ করুন।
পৃথিবিটা!!আল্লাহর!!রহমতে!!ঘেরা হলো❤✿᭄ ✿᭄ কিন্তু!!আফসোস ✿᭄ দুনিয়ার!!মানুষগুলো!সবাই!অহঙ্কারে!!সেরা