#Quote
More Quotes
হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।--- আল কোরআন
আমিও দেখতে চেয়ে ছিলাম, আমার ভাগ্যের পাতায় কি লেখা আছে! কিন্তু পৃষ্ঠা উল্টে দেখলাম, আল্লাহ তাতে বড়ো নিষ্ঠুরতার সাথে কষ্ট লিখে রেখেছেন।
কেউ পছন্দ না করলে কি আসে যায়!আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছেন।
আজ বিদায় বলছি মুখে, কিন্তু দোয়ায় তুমি থাকবে সবসময়। আল্লাহ হেফাজত করুন তোমাকে।
যে পবিত্র থাকতে চায় , তাকে আল্লাহ পবিত্র রাখেন।– সহীহ বুখারী
বৃষ্টি আমাদের জন্য আল্লাহর রহমত সরূপ, ও নেয়ামত।
অকাল মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নিতে তাওফিক দাও এবং যারা চলে গেছে, তাদের প্রতি দয়া করো।
হে আল্লাহ আপনি তো দেখছেন আমি কি করছেন না করছে সবই দেখতে পাচ্ছেন। আমাকে মুমিন ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন ।
ইদের মোবারক। আল্লাহ আপনার সমস্ত স্বপ্ন এবং আশা পূরণ করুক।
তওবা করে নিজেকে পরিবর্তন করো, কারণ আল্লাহ তাদের ভালোবাসেন যারা নিজেদের সংশোধন করে।