#Quote

আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে?

Facebook
Twitter
More Quotes by Rudra Mohammad Shahidullah
মনে হলো একবার তুলে এনে রাখি তারে বুকের নিকটে।
আমাদের বাসনায় ছিলো কিছু ভুলবোধ প্রাপ্যের পূর্ণতা তাই এতো মনে হয় নিঃস্ব করুণ তাই এতো পাওয়াকেও মনে হয় ব্যর্থতা, মনে হয় ম্লান। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তবু তুমিও বলতে পারছো না - না, নেই, কোথাও নেই,আমার কোথাও আজ তার ছায়া নেই, সে নেই কোথাও- বৃষ্টির জলের দাগ মুছে গেছে একদিন সকালের রোদে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তাকে চিৎ করা হলো। পেটের ওপর উঠে এলো দু’জোড়া বুট, কালো ও কর্কশ। কারণ সে তার পাকস্থলির কষ্টের কথা বলেছিলো, বলেছিলো অনাহার ও ক্ষুধার কথা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সহজে যদিও ভালোবেসে ফেলি সহজে থাকি না কাছে, পাছে বাঁধা পড়ে যাই। বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে, আমি শুধু যাই দূরে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তুমি প্রেমের কলিংবেল টিপে এসে দাঁড়ালে সংশয় সন্দিহান আমি দরোজা খুলেই সরাসরি তোমাকে এনে বসিয়েছি হৃদয়ে। বুকের একান্ত বেডরুমে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রাতের সুতীব্র স্রোত হুহু কোরে টেনে নিয়ে যায় , ফিরে এসো নিশ্চয়তা , ফিরে এসো রোদের সকাল ।
কথা কি শেষ হয়ে যায়- সব কথা?