#Quote

মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভোগীই অনুভব করতে পারে।

Facebook
Twitter
More Quotes by Kazi Nazrul Islam
আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?
আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হানত্সে ই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান–আসবে তখন পান’।হয়ত তখন আমার কোলে সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে,আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে,চরণ চুমে পূজবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে-জাগবে হঠাৎ ছমকে,ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে-বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
বল বীর-বল উন্নত মম শির! শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির।
মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনও মন্দির-কাবা নাই - কাজী নজরুল ইসলাম
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-বুঝবে সেদিন বুঝবে!ছবি আমার বুকে বেঁধে পাগল হ’লে কেঁদে কেঁদে ফিরবে মর” কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি’ যেদিন আমায় খুঁজবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মত কেদে কেদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ,বন্ধু তোমার হানবে হেলা ভাঙ্গবে তোমার সুখের খেলা দীর্ঘ লো কাটবে না আর বইতে প্রাণ শ্রান্ত এ ভার সরন মনে যুঝবে বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
“মোর ফুলবনে ছিল যত ফুল ভরি ডালি দিনূ ঢালি দেবতা মোর । হায় নিলে না সে ফুল ছি ছি বেভুল নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর”
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। - কাজী নজরুল ইসলাম