#Quote
More Quotes
বিজয় আমাদের নয়, এটা আল্লাহর। যতক্ষণ আমরা আল্লাহর পথে আছি কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না।
হে আল্লাহ, আমার আগামী দিনগুলোকে আপনার রহমত ও বরকত দিয়ে ভরে দিন। আমিন।
বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো , তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং তাঁর সাথে কোনো অংশীদার বানাবেনা।
রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ - আল হাদিস
হজরত সালমান ফারসি (রা.) বলেন: “কবরের তলায় যা ঘটে, তা মানুষকে আল্লাহর নিকট ফিরিয়ে আনে।
ঈদ হলো আল্লাহর রহমত ও দয়ার এক অনন্য উপহার।
অতএব, আপনি সবর করুন। আল্লাহর ওয়াদা সত্য। যারা বিশ্বাসী নয়, তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে। — সূরা আর রুম, আয়াত: ৬০
জানি, তুমি দূরে আছো মা, কিন্তু আমার দোয়ায় তুমি সবসময় আছো আল্লাহ তোমার গুনাহ মাফ করুন।
মিস ইউ বাবা,,, জানি তোমার সাথে এ জন্মে দেখা হবে না কখনো। বাট পরকালে আল্লাহর কাছে তোমাকেই সবার আগে চাইবো, কারণ বাবা কি জিনিস সেটা বুঝার আগেই আল্লাহ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে গেছেন।
শবে বরাত” – ক্ষমা ও মুক্তির রাত। আল্লাহর কাছে ক্ষমা চাই, নেক আমলের প্রতিজ্ঞা করি।