#Quote
More Quotes
যে আমার একটি ভুল আমাকে উপহার দেয়, আল্লাহর করুণা তার উপর। - হযরত ওমর (রা)
প্রতিটা গাছের পাতায়, প্রতিটা শিশুর হাসিতে,আল্লাহর অসীম সৃষ্টির নিদর্শন লুকিয়ে আছে।
তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে– তিরমিযী
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন- আল হাদিস
আল্লাহ তার প্রিয় বান্দাদের অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। আর আমার জানা মতো আপনি আমাদের সবার প্রিয় মানুষ। দোয়া করি আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক।
لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। (সূরা আজ-জুমার:৫৩)
সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইলো না, তাতে কি ই বা আসে যায়?
আনন্দ ধরা যায় না এটি অনুভব করার বিষয়, আল্লাহর দেওয়া প্রতিটি নিঃশ্বাসে,প্রতিটি সুযোগে।
মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য! আর আমার আল্লাহ, অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য।
বন্ধুত্ব হলো পবিত্র সম্পর্ক । – যেমন আল্লাহ এবং রাসূল (সাঃ)এর সম্পর্ক! -হে আল্লাহ তুমি আমাদেরকে এমন -কোনো মৃত্যু দিওনা যে মৃত্যুতে – গোসল হয়না । -যে মৃত্যুতে জানাজা ও হয়না।