#Quote
More Quotes
জন্মদিনে আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তোমাকে জান্নাতের পথে পরিচালিত করেন। আমিন।
আল্লাহ আমাদের জীবন দান করেছে এবং আল্লাহ আমাদের এই জীবন একদিন নিয়ে নিবে
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন।—আল হাদিস
আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়। — সুরা নিসা, আয়াত : ২৯
তুমি ফিরে যাও আল্লাহ’র দিকে সৌভাগ্য ফিরে আসবে তুমার দিকে
আজকের রাতে, দোয়া করুন আপনার, আপনার পরিবার ও বন্ধুবান্ধবের জন্য। আল্লাহ সকলের গুনাহ মাফ করুন।
আমারে কেও ছ্যাকা দাও। ……আমি বিরহের কবি হতে চাই-পরে উড়া ধুরা ক্যাপশন দিমু আল্লাহ সৃষ্টি সব কিছুই সুন্দর আমরা চার পাশে যা কিছু দেখি!””
তোমার জন্য আমাদের দোয়া সবসময় থাকবে: আল্লাহ তোমাকে তাঁর রহমত দিয়ে ঢেকে রাখুন এবং সব সময় সঠিক পথে পরিচালিত করুন।
আজ পবিত্র শবে বরাত। রাত জেগে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত ও বরকত কামনা করি।
শবে বরাত” – ক্ষমা ও মুক্তির রাত। আল্লাহর কাছে ক্ষমা চাই, নেক আমলের প্রতিজ্ঞা করি।