#Quote
More Quotes
যখন উপাসনা শেষ হবে, তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর দান অনুসন্ধানে ব্যাপৃত থাকবে-আল হাদিস
মনের কথাগুলো আল্লাহর কাছে বলি! কারণ তিনি ছাড়া এগুলি পূরণের ক্ষমতা কারো নেই।
আমি কখনো একা না. আল্লাহ সব সময় আমার সাথে আছেন.!
আল্লাহ আমাদের সবাইকে, পরবর্তী শুক্রবারের জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিন।
আমার ভয় হয় খ্যাতির কারণে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের কোনো ভালো আমলই থাকবে না।
কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়। ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!
যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখেন সে ব্যক্তি ইচ্ছা কখনো অসম্পূর্ণ থাকে না I
আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত, কিন্তু নিশ্চিত মৃত্যু নিয়ে ততটা চিন্তা করি না।
চেহারাটা কখনো বদলানো যাবে না -!🖤🌻 🌻 ۵কারণ এটা মহান আল্লাহর সৃষ্টি,-!” ─༅༎ – তুমি তোমার চরিত্র টা বদলাও -!🖤🌻 😽🌻 ۵কারন এটা তোমার সৃষ্টি করা!
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ) ঘুমানোর আগে আল্লাহ’র কাছে মাপ চেয়ে নিবেন। – হতেও তো পারে আজ আপনার শেষ রাত।