#Quote
More Quotes
সন্ধ্যার স্নিগ্ধতা আমাদের মনে আল্লাহর উপর ভরসা রাখার আহ্বান করে। আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমাদের দিন ও রাত উভয়ই বরকতময় হয়।
শবে বরাতের পবিত্র রাতে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।
আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হলো সেই ব্যক্তি, যে সবসময় ধোঁকা ও প্রতারণার আশ্রয় নেয়।
আজকের এই আমি আমার দাদির জন্য। আমার সব সাফ্যলের ক্রেডিড আমার দাদির। আজ আমার দাদী আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। দোয়া করবেন সবাই আল্লাহ যেন আমার দাদিকে জান্নাতের মেহমান করে রাখেন।
আমি আল্লাহ এর একজন বান্দা এবং এ কারণে আমি এটা বিশ্বাস করি যে মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা এক প্রকার পাপ। – খান আব্দুল গাফফার খান
মাকে তুই কষ্ট দিয়ে,করিস নারে ভুল মা হারালে হারাবি তুই,আল্লাহ রাসুল তুই যতই পারস,মার যত্ন সেবা কর মা তখন হবে আপন যখন সবাই হবে পর।
যে ব্যক্তি দান করে এবং সৎ মনে দান করে, তার জন্য আল্লাহ দ্বিগুণ বরকত দেন। (সহীহ বুখারি)
সবর করো, আল্লাহ সব জানেন।
ঈদ মোবারক! আমাদের সকল দোয়া আল্লাহ কবুল করুন এবং আমাদের জীবনে সুখ ও শান্তি এনে দিন।
اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ আসমান ও জমিনের নূর..!! (সূরা আন-নূর:৩৫)