#Quote

اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ আসমান ও জমিনের নূর..!! (সূরা আন-নূর:৩৫)

Facebook
Twitter
More Quotes
ভাই নামক বন্ধুটি সবাই চেয়ে পায় না, যারা পাই তারা নিশ্চয়ই আল্লাহর খুবই প্রিয়।
জন্ম, মৃত্যু সব কিছু আল্লাহ পাকের হাতে। তোমার মতো ভালো একটি মানুষকে আল্লাহ পাক এই দিনে আমাদের মাঝে পাঠিয়েছেন এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। যতদিন বেঁচে আছো মহান সৃষ্টিকর্তা যেন তোমাকে তার ইবাদত করার তৌফিক দান করেন, আমীন।
আল্লাহর রহমতে তুই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করলি বিয়ে এই কাজটায় যেন তুই সফল হস, সুখী হস, বরকত পাস।বউটাকে যেন সম্মান আর ভালোবাসায় আগলে রাখিস আল্লাহ তোমাদের জুটিকে কবুল করুন।
নানু বাড়িতে সবচেয়ে বেশি যার জন্য আগ্রহ নিয়ে যেতাম। আমার নানা ভাইয়ের জন্য। আজ আমার নানা ভাই এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। সবাই দোয়া করবেন আল্লাহ যেনো আমার নানাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন।
তোমার জীবনের নতুন এই যাত্রা হোক রহমতের সফর আল্লাহ যেন শয়তানের ধোঁকা থেকে তোমাদের রক্ষা করেন এবং ভালোবাসায় পূর্ণ রাখেন।
যে ব্যক্তি সৎভাবে দান করে, সে আল্লাহর কাছ থেকে প্রতিফল পায়। (সুনানে আবু দাউদ)
যদি তুমি আল্লাহর উপর ভরসা করো, তবে তিনি তোমার জন্য সর্বোত্তম জীবনসঙ্গী নির্ধারণ করবেন।
আল্লাহ বলেন: হে আদম! তুমি দান করো, আমি তোমাকে দান করব।
অহংকার আল্লাহর একমাত্র অধিকার; তাই তুমি অহংকার থেকে বিরত থাকো।
অসুস্থতা শুধু কষ্ট নয়, এটি গুনাহ মাফেরও একটি উপায়। আল্লাহর ওপর ভরসা রাখো, সবকিছুই তাঁর রহমতের অংশ।