More Quotes
পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:৬০]
কেউ কারো পাপের বোঝা বহন করবে না। [সূরা ইসরা ১৭:১৫]
কুরআন আল্লাহর কাছ থেকে আমাদের জন্য একটি মহাসংগ্রহ, যা আমাদের জীবনের প্রতিটি ধাপে পথ প্রদর্শন করে, আলোকিত করে।
কুরআন আমাদের জীবনের জন্য এক মহা আশীর্বাদ, যা আমাদেরকে আল্লাহর প্রতি আনুগত্য এবং বিশ্বাসের শিক্ষা দেয়।
বলতে পারো ধনীর মুখে যারা যোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য? ‘হিং-টিং-ছট’ প্রশ্ন এসব, মাথায় মধ্যে কামড়ায়, বড়লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায়।
ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে”
কুরআনের প্রতিটি বাক্য আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালবাসার সুর তুলবে, যা আমাদের আত্মাকে শান্তি এনে দেয়।
আল্লাহ্ তাআলা যাবতীয় পাপ মোচন করে দিতে পারেন। [সূরা যুমার ৩৯:৫৩]
যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও [সূরা তওবা ৯:৬]
পিতামাতাকে অশ্রদ্ধা করে কোনো কথা বলো না। [সূরা ইসরা ১৭:২৩]