#Quote

আল্লাহ্‌ তাআলা যাবতীয় পাপ মোচন করে দিতে পারেন। [সূরা যুমার ৩৯:৫৩]

Facebook
Twitter
More Quotes
দানবের দল হাসে খল খল, হেরি’ তার পরাজয়— যে-প্রেম তাহারা ভুঞ্জিতে নারে, তারে তারা পাপ কয় যে-মরণ তারা মরিতে জানে না, তাহারে গরল বলে! জানে না, গরল নীল হয়ে আছে মৃত্যুজিতের গলে!
সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ করো। [সূরা লোকমান ৩১:১৭]
‘আমরা দেহ’—এই ভ্রমই সকল অমঙ্গলের মূল। আদি পাপ বলিয়া যদি কিছু খাকে, ইহাই সেই পাপ।
একজন যুবকের পাপ করা অন্যায়, কিন্তু একজন বৃদ্ধ মানুষের জন্য তা আরো খারাফ । — আবু বকর সিদ্দীক (রাঃ)
যেসব পাপ কাজ তোমরা গোপনে করে থাকো সেগুলোকে ভয় করো, কেননা সেসব পাপের সাক্ষী বিচারক স্বয়ং নিজেই । — আলী ইবনে আবু তালিব (রাঃ)
পাপকে মুছতে হবে, হয় দুনিয়াতে তাওবার অশ্রু দিয়ে, অথবা,আখিরাতের জাহান্নামের আগুন দিয়ে! (ইবনুল কাইয্যুম রাঃ)
সাম্যের গান গাই! – যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই। এ পাপ-মুলুকে পাপ করেনি কে আছে পুরুষ-নারী? আমরা তো ছার; – পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী! তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল, দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!
যত পাপই করেন না কেন মনে রাখবেন কোন কিছুই আল্লাহ্‌র দয়ার চেয়ে বড় নয়। তিনি মাফ করে দিবেন।
মনে পাপ থাকার এই একটা লক্ষণ। মনে হয়, সকলে বুঝি সব জানে। - মানিক বন্দ্যোপাধ্যায়
জগতে মাতা ও পিতার সেবা সুখকর। শ্রমণ ও পণ্ডিতদের পরিচর্যা জগতে সুখ দায়ক। বার্ধক্য পর্যন্ত শীল (নীতি) পালন সুখকর।শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হওয়াই সুখদায়ক। প্রজ্ঞালাভই সুখ জনক, পাপ না করাই সুখাবহ। - গৌতম বুদ্ধ।