#Quote
More Quotes
বছর ঘুরে এলোরে বৈশাখ, তাইতো আনন্দে মেতে উঠে আজ।
ধূসরপাংশুল মাঠ, ধেনুগণ যায় ঊর্ধ্বমুখে, ছুটে চলে চাষি। ত্বরিতে নামায় পাল নদীপথে ত্রস্ত তরী যত তীরপ্রান্তে আসি। পশ্চিমে বিচ্ছিন্ন মেঘে সায়াহ্নের পিঙ্গল আভাস রাঙাইছে আঁখি-- বিদ্যুৎ-বিদীর্ণ শূন্যে ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যায় উৎকণ্ঠিত পাখি।।
রুদ্রতপের সিদ্ধি এ কি ওই-যে তোমার বক্ষে দেখি, ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥ নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো তোমার রক্তনয়ন মেলে।
ঝরে গেল আজ বসন্তের পাতা…নিয়ে যাক সঙ্গে সব মলিনতা…বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ মন থেকে আজ জানাই তোমায়…শুভ নববর্ষ
লাল সাদা শাড়ি পরে,বৈশাখ হাসে রোদ্দুর ঘরে।
ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জনছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন, চৈত্র অবসান– গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান।
পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রান, নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান, এসো হে বৈশাখ এসো এসো । ____শুভ নববর্ষ____
এই পহেলা বৈশাখে সাদা শাড়িতে, লাল গোলাপে মানিয়েছে বেশ ভালোই, চলো এবার ঘুরে বেড়াই মেলাতে গিয়ে।
নতুন জামা-জুতোয় পরিবারের সাথে মেতে ওঠো পয়লা বৈশাখের আনন্দে…সবার মনে আসুক খুশির জোয়ার…নিদারুন এক হর্ষ পয়লা বৈশাখ এসেছে আবার…এসেছে নববর্ষ।
শুভ নববর্ষ স্ট্যাটাস
শুভ নববর্ষ উক্তি
শুভ নববর্ষ ক্যাপশন
নতুন
জামা-জুতো
পরিবার
পয়লা
বৈশাখ
আনন্দ
খুশি
জোয়ার
নববর্ষ
সে পূর্ণ উদাত্ত ধ্বনি বেদগাথা সামমন্ত্রসম সরল গম্ভীর সমস্ত অন্তর হতে মুহূর্তে অখণ্ডমূর্তি ধরি হউক বাহির। নাহি তাহে দুঃখসুখ পুরাতন তাপ-পরিতাপ, কম্প লজ্জা ভয়– শুধু তাহা সদ্যঃস্নাত ঋজু শুভ্র মুক্ত জীবনের জয়ধ্বনিময়।