#Quote
More Quotes
যাকে ভয় করি।তার নাম হাশর।যাকে বিশ্বাস করি।তার নাম কুরআন।যার কাছে আমি ঋণী।তার নাম মা। যাঁকে নেতা মানি। তিনি হলেন রাসূল(স)।যার কাছে মাথা নতকরি।তিনি হলেন আল্লাহ!
প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কারণ তিনি আমাদের জন্য সর্বদা প্রস্তুত আছেন।
আল্লাহ জানেন ভিতরটা, মানুষ দেখুক বাহিরটা।
কষ্ট যখন পাহাড়সম হয়,তখন আল্লাহকেই ডাকি কারণ তিনিই একমাত্র যিনি আমার বোঝা বইতে পারেন।
রাসুল (সাঃ) বলেছেনঃ যার তিনটি কন্যা সন্তান থাকবে এবং সে তাদেরকে ভালোভাবে লালন-পালন করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন!! (তিরমিজি)
তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে – তিরমিযী
প্রতিদিন তোমার জন্য মন কাঁদে মা আল্লাহ যেন তোমার কবরকে নূরে ভরিয়ে দেন।
সবচেয়ে সুখী ব্যক্তিই সেই যাকে। -আল্লাহ তা’য়ালা একজন পূণ্যবতী স্ত্রী দান করেছেন ।
মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন।—বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)
তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করো, তবে তা আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে নাও। – ইবনুল কাইয়্যিম