#Quote

তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে – তিরমিযী

Facebook
Twitter
More Quotes
অসুস্থতা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য রহমত। দোয়া করি সেই রহম ও নেয়ামত ধারা আল্লাহ আপনাকে শিফা দান করুক।
আল্লাহ বলেন: হে আদম! তুমি দান করো, আমি তোমাকে দান করব।
ইয়া আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও তোমার দিনের পথে, যে পথে চললে তুমি খুশি হও এবং আমার জন্য দু’জাহানের কল্যাণকর হয় তা আমাকে দান কর। আমিন।
যে তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, সে-ই তোমার প্রকৃত আপনজন।
আল্লাহর উপর ভরসা করো, কারণ তিনি সবার চেয়ে উত্তম পরিকল্পনাকারী। (সূরা আলে-ইমরান: ৫৪)
আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো, তিনি তোমার সহায় হবেন।
হাজার হাজার কিলোমিটার দূরে প্রবাসে কত কষ্ট করে যে বড় ভাই পরিবারের সুখের জন্য রয়েছে সেটা শুধু আল্লাহ তা’আলা জানে।
তারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, সত্যবাদিতার সঙ্গে কাজ করে, এবং উত্তম চরিত্রের অধিকারী হয়, তাদের জন্য রয়েছে মহান পুরস্কার — সূরা আলে ইমরান: ১৩৪
আমার ইসলাম ধর্ম আমাকে শিখেছে, ঐ কপাল কখনো খারাপ হতে পারে না, যে কপাল আল্লাহর সিজদা করে।
কেউ পছন্দ না করলে কি আসে যায়!আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছেন।