#Quote
More Quotes
প্রজ্ঞা ও উত্তম নির্দেশনা দ্বারা আল্লাহ্ তাআলার প্রতি আহ্বাব করা উচিত। [সূরা নাহ্ল ১৬:১১৯]
বলতে পার, কে পৃথিবীতে পাপী নয়? শতভাগ কার জীবন পূন্যময় ? ভাবো উত্তর, এই ফাঁকে বলি আমি একটি গল্প— স্বর্ণের চেয়ে দামী।গল্পটা হল যীশুখ্রিষ্টের, তবে , সব ধর্মের সমান শিক্ষা হবে।
সামান্য পাসওয়ার্ড ছাড়া যদি Facebook আইডি না খুলে তাহলে বলেন তো নামাজ ছাড়া কি ভাবে জান্নাতের দরজা খুলবে ভেবে দেখেন তো একবার আল্লাহ আমাদের সবাই কে বোঝার তৌফিক দান করুন আমিন।
তুমি যদি তোমার স্ত্রীকে আল্লাহর জন্য ভালোবাসো, তবে সে তোমার জান্নাতের পথে সহযাত্রী হবে।
যে ব্যক্তি তার অন্তরে এক মুহূর্তের জন্যও অহংকার ধারণ করে, সে জানবে না যে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কি না।
জান্নাতের নেটওয়ার্ক হলো “আল ইসলাম” সিম কার্ড হলো “ঈমান” বোনাস হলো “রমযান” রিচার্জ হলো “নামাজ” আর আমাদের হেল্পলাইন হল “আল কোরআন”
লক্ষ যদি হয় দুনিয়া, তাহলে সব হারাবেন । আর লক্ষ যদি হয় জান্নাত, তাহলে সফল হবেন ।
সত্যবাদিতা এবং উত্তম চরিত্র ব্যতীত ইবাদত সম্পূর্ণ হয় না।
বাইকের পিছন থেকে সামনে যাওয়া নিয়ে আর আপনার সাথে ঝগড়া করতে পারবো চাচা। মৃত্যু আপনাকে আজ আমার থেকে দূর করে দিলো। আল্লাহ আপনাকে জান্নাত দান করুক। আর আমাদের আবার এক সাথে দেখা হোয়ার সুযোগ করে দিক সেই দোয়া করি।
বন্ধু, তোমার হাসিমাখা মুখ, তোমার কথা, আজও কানে বাজে। আল্লাহ তোমাকে জান্নাতের আলোয় ভরিয়ে দিন।