#Quote
More Quotes
রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমল কে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় । - বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)
সামান্য পাসওয়ার্ড ছাড়া যদি Facebook আইডি না খুলে তাহলে বলেন তো নামাজ ছাড়া কি ভাবে জান্নাতের দরজা খুলবে ভেবে দেখেন তো একবার আল্লাহ আমাদের সবাই কে বোঝার তৌফিক দান করুন আমিন।
সেসব ব্যক্তি মুমিন নয়, তারা নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তাদের প্রতিবেশী অনাহারে থাকে।
রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমল কে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়—বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ
তুই ছিলি আমার জীবনের শক্তি। তুই চলে যাওয়ার পর সেই শক্তি যেন হারিয়ে ফেলেছি। আল্লাহ যেন তোকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।
মানুষের ঈমান এবং শিরক ও কুফরের মধ্যকার পার্থক্য হলো সলাত পরিহার করা। - হযরত মুহম্মদ (সাঃ)
তুমি জান্নাত চেয়ো না! বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো, যেন জান্নাত তোমাকে চায়।
যে নিজে কোনো রকম সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না।
ধৈর্য হলো ঈমানের অর্ধেক, আর ঈমান হলো আল্লাহর প্রতি আস্থা রাখা।
দেখতে চাই স্বপ্ন,থাকতে চাই মগ্ন। হতে চাই কবি, লিখব আমি সবি। বাসতে চাই ভালো, জ্বালাতে চাই ইসলামের আলো।