More Quotes by Lalon
স্বরপের ঘরে অটলরূপ বিহারে চেয়ে দেখ না তোরা। - লালন
যদি জরামৃত হয়, তবে অটল পদ না কয় ফকির লালন বলে তা কয়জন বোঝে। - লালন
আছে অটলরূপে সাঁই, ভেবে দেখলাম তাই সেই রূপের নিত্যলীলা নাই। - লালন
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি একি জলেই সব হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি যমে তো কাউকে ছাড়বে না - লালন
এমন মানবজনম আর কি হবে! মন যা করো তরায় করো এইভবে
এ কিরে সাঁইয়ের আজব লীলে আমার বলতে ভয় হয়রে দেলে - লালন
পাতিয়ে সে ফাঁদের চোয়া বেহাত বেটা দিচ্ছে খেয়া লোভের চার খাটায়ে। - লালন
ফনি মণি জিনি রূপের বাখানি আছে দুইরূপে একরূপ হল করা। - লালন
শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা… বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে এই ভুবনে….। - লালন
মরিবে এক বেহাত বেটা হাওয়ায় ফাঁদ পেতেছে। - লালন