#Quote

More Quotes
কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্যপ্রাপ্তির আশা ছিল। — হযরত মুহাম্মাদ (স.)
আল্লাহর উপর ভরসা করো, কেননা তিনি জানেন তোমার জন্য কোনটা উত্তম।
আজকের রাতে, আল্লাহর নাম স্মরণ করুন জিকির ও তাসবিহ পড়ুন।
তারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, সত্যবাদিতার সঙ্গে কাজ করে, এবং উত্তম চরিত্রের অধিকারী হয়, তাদের জন্য রয়েছে মহান পুরস্কার — সূরা আলে ইমরান: ১৩৪
পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই..!!! তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রনাতেও হাসতে পারে। -হুমায়ুন ফরিদী
তুমি যখন আল্লাহর জন্য কিছু ত্যাগ করো, আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু দেন।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন । -,আল হাদিস
যতদিন আমাদের নিঃশাস থাকবে, শরীরে রক্ত প্রবাহিত হবে, হাতে তীর থাকবে, ততদিন আল্লাহর পথে লড়াই করে যাবো।
তুমি শুধু আমার বোন ছিলে না, তুমি ছিলে আমার বন্ধু, আমার সাহস, আমার ছায়া। আজ আল্লাহ আমার কাছ থেকে আমার বোন নিয়ে গেলেন। কিভাবে তোমাকে ছাড়া থাকতে হবে আমার জানা নেই বোন আমার। আল্লাহর কাছে চাই আল্লাহ আমার বোনকে আপনি আপনার জান্নাতে জায়গা দিয়েন।
শবে বরাত” – ঐক্য ও সংহতির রাত, সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমত কামনা করি।