More Quotes
একটাই তো নীল আকাশ দুজন মিলে দেখতে চেয়েছিলাম, তবে কেন আজ তোমার আকাশটাই শুধু নীল, আর আমার আকাশ কালো মেঘে ডাকা! কেন বলতে পারবে?
আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূরপঙ্খী মেঘ ঐ যায় ভেসে।
হোক না দূরত্ব হাজার মাইলের…!! এক আকাশের নিচেই তো আছি।
তখন পর্যন্ত তুমি বুঝবেনা যে তুমি সত্যিই ভালোবেসেছো যতক্ষণ না অন্তত একবার তুমি তোমার সঙ্গী থেকে বিচ্ছিন্ন হবে। - সংগৃহীত
বিচ্ছেদের উক্তি
বিচ্ছেদের ক্যাপশন
বিচ্ছেদের স্ট্যাটাস
বুঝবে
সত্যি
ভালোবেসে
তোমার
সঙ্গী
বিচ্ছিন্ন
সংগৃহীত
পরের জন্মে সমুদ্র হবো,, কিনারা শেষে মিলবে আকাশ- প্রেম হবে মেঘের সাথে..!!
তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র, আকাশের চেয়েও আকাশ, তুমি আমার ভেতরে জেগে আছো তোমাকে ভুলতে চেয়ে তাই,আরো বেশী ভালবেসে ফেলি,, তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই
তোমার হাত ধরে আমি আকাশ ছুঁতে চাই!! তুমি কি হবে আমার আকাশ পথের সঙ্গী..?
এসো নবীন,গ্রহণ করো প্রভাতে রবির কর,প্রখর তাপ, প্রবল বর্ষণের তেজ,আলো আঁধারির খেলা।সকলকেই বরণ করিয়া লইতে হবে। দুঃখ ও আনন্দবোধের সীমারেখা দূর আকাশে ঠেলিয়া দাও।—সংগৃহীত ।
ইচ্ছে হয় সুদূরের সেই নীল আকাশ ছুঁয়ে দেখার! তবু ছুঁতে পারি না, অস্পর্শীতেই রয়ে যাই।
একটা তারা আজ খসে গেল আকাশ থেকে, তেমনি করেই বন্ধু তুই হারিয়ে গেলি আমাদের কাছ থেকে। তোর আত্মার শান্তি কামনা করি।