#Quote

হে আল্লাহ, আমাকে এমন একজন বানান, যার দ্বারা আপনার সৃষ্টিকে উপকার করা যায়। জন্মদিনে এটাই আমার একমাত্র চাওয়া।

Facebook
Twitter
More Quotes
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।
আজ থেকে তুমি কারো অভিভাবক ইসলামী আদর্শে ঘর গড়ো আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড়ো। এই দোয়াই করি সারাজীবন।
মায়ের দোয়া ছাড়া ঈদের সকালটা কেমন যেন শূন্য মনে হয়। মা, তোমার জন্য দোয়া রইল, আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুন।
আল্লাহ তোমার জীবনকে নূরের আলো দিয়ে আলোকিত করুন। তোমার সব সংকল্প পূর্ণ হোক আল্লাহর রহমতে।
নিরবে কষ্ট পাওয়া প্রতিটি অন্তরে আল্লাহ প্রশান্তি দান করুন আমীন
এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী (সা.) বলেন, ‘মুমিন ব্যক্তি রোগাক্রান্ত হলে আল্লাহ তাকে (গুনাহ থেকে) এমনভাবে পরিচ্ছন্ন করেন, যেমন হাপর লোহাকে পরিচ্ছন্ন করে।
لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। (সূরা আজ-জুমার:৫৩)
জীবনের কঠিন সময়ে যদি আল্লাহর কাছে যাই, তবেই স্বস্তি পাই। আপনি আমার অন্তরের শান্তি।
পৃথিবীতে সবকিছুর সীমাবদ্ধতা থাকলে ও কন্যা সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসার কোন সীমাবদ্ধতা নেই। আজ তোমার জন্মদিনে দোয়া করি আল্লাহ তোমাকে নেক হায়াত দান করে।
জীবনে যত গুনাহ করেছেন, অনুতপ্ত হয়ে একবার আল্লাহর কাছে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিন, আল্লাহ আপনাকে একেবারে গুনাহ মুক্ত করবে ইনশাল্লাহ I