#Quote
More Quotes
এই মাসে আসুন আমরা সকলে মিলে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হই।
জুম্মার দিনে সূরা কাহফ পড়ার সময় মনে হয় যেন আল্লাহর রহমতের নদী বয়ে যায় হৃদয়ে।
এই রামাদান মাসে আল্লাহ আমাদের ওপর তাঁর রহমত বর্ষণ করুন। সবাইকে রামাদান মোবারক!
শবে বরাত হলো আত্মশুদ্ধির রাত। আসুন, আল্লাহর রহমতের আশায় বেশি বেশি ইবাদত করি, পাপ থেকে মুক্তির প্রার্থনা করি। শবে বরাত মোবারক!
নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই। -কাজী নজরুল ইসলাম
রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
রোজার একটি অন্যতম ফজিলত হলো রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।
আপনি যখন আপনার চিন্তা গুলোকে দোয়াতে রূপান্তরিত করে ফেলবেন, আল্লাহ তা ‘তালা তখন আপনার সমস্যা গুলোকে তার রহমতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ।
রমজানে রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে: একটি ইফতারের সময়, এবং আরেকটি তার রবের সাথে সাক্ষাতের সময়। -(সহিহ মুসলিম)
শবে বরাত হলো একটি বিশেষ রাত, যখন আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের উপর অশেষ রহমত বর্ষণ করেন। আসুন আমরা এই রাতের পূর্ণ সুযোগ গ্রহণ করি।