#Quote
More Quotes
আজকের দিনটি আমার জীবনে সবথেকে বেশি বেদনাদায়ক। আমার বাবার মৃত্যু বার্ষিকী, যে মানুষটি আমার জীবনের প্রথম শিক্ষক, প্রথম প্রেরণা। তাঁর স্নেহ, তাঁর নির্দেশনা, এবং তাঁর অমূল্য উপদেশ সবসময় আমাকে সঠিক পথে নিয়ে গেছে। আজ তাঁর অভাব আমাকে গভীরভাবে বেদনায় ভরিয়ে দেয়। আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না — সূরা আল-বাকারা: ২৮৬
আল্লাহর এই অনুগ্রহের জন্য আমার লাখো কোটি শুক্রিয়া।
অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ।
মক্কার বাগানে ফুটিল এক ফুল নাম রাখিল তার মোহাম্মাদ রাসুল সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে।
যে পূত পবিত্র থাকতে চায় , আল্লাহ তাকে পূত পবিত্র রাখেন।
اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ আসমান ও জমিনের নূর..!! (সূরা আন-নূর:৩৫)
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো..!! (সূরা আন-নূর:৩১)
إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ নিশ্চয়ই আল্লাহ তাঁর ওয়াদা ভঙ্গ করেন না..!! (সূরা আল-ইমরান:৯)
আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে – বুখারী ও মুসলিম
ইসলামিক ছোট ছোট স্ট্যাটাস
ইসলামিক ছোট ছোট উক্তি
ইসলামিক ছোট ছোট ক্যাপশন
আল্লাহ
সৃষ্টি
বুখারী ও মুসলিম