#Quote

যে হাতটা ধরে আমি হাঁটতে শিখেছি, সেই হাত আজ কবরে হে আল্লাহ, তাঁর ওপর আপনার রহমতের ছায়া বর্ষণ করুন।

Facebook
Twitter
More Quotes
আজ বাবার মৃত্যুবার্ষিকী। হে আল্লাহ, আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, তাঁর সকল গুনাহ ক্ষমা করে দাও। আমিন।
একদিন খাবার টেবিলে আচমকা মনে পড়বে আমাকে ;হাতধুয়ে উঠে যাবে,সেদিন আর খাওয়া হবে না।
কতবার ছুটেছি তোমার পিছু, কতরাত কেটেছে তোমার ইনবক্সে তাকিয়ে, কত চিঠির ঠাই হয়েছে ডাস্টবিনে। আজ তোমার হাতে আমার হাত।
প্রণমিয়া পাটনী কহিল জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
যদি ভালোবাসো মোরে, তবে হাত দুখান ধরে নিয়ে চল অনেক দূরে, যেখানে তোমার আমার কথা হবে মুখে মুখে নয়, কেবলই মনে আর মনে ।
হাতে করা দান এবং মুখ থেকে নেওয়া ঈশ্বরের নাম, কখনো বৃথা যায় না!
সুখ রহেনা পথে, পড়ে সুখ নিতে হয় হাতে গড়ে।
অতীতের যা কিছুই হোক না কেন, বুঝে নিতে হবে যে বর্তমানকে কিন্তু নিজের হাতে নিজে ঠিক করে গড়ে তুলতে হবে।
এক টুকরো সুখ খুঁজে পেতে মানুষ কত কিছুই না করে সুখের জন্য অন্য কাউকে মেরে ফেলতেও কারো হাত কাঁপে না।
তোমার হাত ধরে আমি আকাশ ছুঁতে চাই!! তুমি কি হবে আমার আকাশ পথের সঙ্গী..?