#Quote

নারীকে তার নিজের কণ্ঠস্বর খুঁজে পেতে দিন।

Facebook
Twitter
More Quotes
যে কণ্ঠ হইতে কাতরের জন্য কাতরোক্তি নিঃসৃত না হইল, সে কণ্ঠ রুদ্ধ হউক। যে লেখনি আর্তের উপকারার্থে না-লিখিল, সে লেখনি নিষ্ফলা হউক।
নারী তুমি মায়াবতী কিন্তু ছলনাময়ী
নারী তোমার ছলনা একদিকে মধুর, আবার অন্যদিকে এক বিষাদময় যন্ত্রণা।
নারী হলো চাঁদের মতো দেখলেই চোখ বোরো বোরো হয়ে যায়।
চরিত্রহীন নারী সমাজের স্থিতিশীলতাকে নষ্ট করে, কারণ সে নিজের দায়িত্ব এবং নৈতিকতাকে অস্বীকার করে।
চরিত্রহীন নারী কেবল সমাজের জন্য নয়, বরং নিজের জন্যও সর্বনাশ ডেকে আনে।
নারী যতই দুর্বল মনে করুক, তার ভেতরে এক বিশাল শক্তি লুকিয়ে থাকে।
নারীর ক্ষমতায়নে সর্বাগ্রে পুরুষ সমাজকেই এগিয়ে আসতে হবে। একজন পিতাই পারেন তাঁর কন্যার সুশিক্ষার ব্যবস্থা করতে। একজন ভাই পারেন তাঁর বোনের চলার পথকে মসৃণ করতে, একজন স্বামীই পারেন পরিবারে এবং পরিবারের বাইরে তাঁর সহধর্মিণীর সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে।
মেনকা অপ্সরারূপী, ব্যাসের ভারতী প্রসবি, ত্যজিলা ব্যস্তে, ভারত-কাননে, শকুন্তলা সুন্দরীরে, তুমি, মহামতি, কণ্বরূপে পেয়ে তারে পালিলা যতনে, কালিদাস ! ধন্য কবি, কবি-কুল-পতি ! তব কাব্যাশ্রমে হেরি এ নারী-রতনে কে না ভাল বাসে তারে, দুষ্মন্ত যেমতি প্রেমে অন্ধ?কে না পড়ে মদন-বন্ধনে?
চরিত্রহীন কোন নারীর সংসার কোন দিন সুখের হয় না