#Quote

আজ আমি বড় একা যখন ছিলে তুমি আমার কাছে ভাবতাম না কি আমার আছে না আছে তোমার ওই আঁখি দুটি সাথী করে বৈশাখে পেতাম বসন্তের দেখা ।

Facebook
Twitter
More Quotes
বছর ঘুরে এলো আরেক প্রভাতী ফিরে এলো সুরের মঞ্জুরী পলাশ শিমুল গাছে লেগেছে আগুন এ বুঝি বৈশাখ এলেই শুনি মেলায় যাইরে, মেলায় যাইরে বাসন্তী রঙ শাড়ী পরে লনারা হেটে যায় - মাকসুদ
যারা সবসময় হেসে যায়, তারাই সবচেয়ে বেশি কাঁদে একা একা।
একা চলার মতো শক্তি আমি সব সময়-ই রাখি।
বৈশাখে অনলসম বসন্তের খরা। তরুতল নাহি মোর করিকে পসরা পায় পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আঁটে খুঞ্চার বসন নিযুক্ত করিল বিধি সবার কাপড়। অভাগী ফুলরা পরে হরিণের দুড় পদ পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আঁটে অঙ্গের বসন বৈশাখ হৈল আগো মোর বড় বিষ। মাংস নাহি খায় সর্ব্ব লোকে নিরামিষ।
এসেছে বসন্ত ফিরেহাওয়ার মৃদুমন্দ স্রোতেলতা-পাতায় বেজেছে গানপুষ্পিত ফুলের রঙিন পত্রে।
বসন্তের বাতাসে মন মাতাল, প্রকৃতির কলি যেন নবজীবনের স্বপ্ন দেখে।
যে যত একা থাকে, সে তত গীবত মুক্ত থাকে।
চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা, সত্যি বলছি আমিও যে তোমার মত একা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
নিজের জলেই টলমল করে আঁখি, তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি। চেষ্টা করেও রাখতে পারি না ধরে, ভয় হয় আহা এই বুঝি যায় পড়ে।