#Quote

তুমি যখন আল্লাহর জন্য কিছু ত্যাগ করো, আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু দেন।

Facebook
Twitter
More Quotes
মহান আল্লাহ তায়ালা বলেনঃ- তুমি ওই দিনকে ভয় করো , যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে । - সুরা ইয়াসিন (৬৫)
সে কী পেলো যে আল্লাহকে হারালো ? সে কী হারালো যে আল্লাহকে পেলো? - ইবনু আতা’আল্লাহ আল ইসকান্দারি রাহিমাহুল্লাহ
তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে– তিরমিযী
আল্লাহ ছেলে মেয়ে উভয়েরই দ্বায়িত্ব, অধিকার, কর্তব্য সম্পর্কে কুরআন ও রাসূল (সাঃ) এর মাধ্যমে আমাদের জানিয়েছেন।
পবিত্র রমজান মাসে পাপের মাগফিরাত লাভের সুযোগ থাকে। সেই সুযোগ থেকে আপনিও বঞ্চিত হবেন না আল্লাহ তাআলার মেহেরবানে।
মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে। -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন, অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়।
দুজনের মধ্যে পারস্পারিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম আর কিছু নেই ।-ইবনে মাজাহ
দুঃখে আল্লাহকে ডাকো, সুখেও আল্লাহকে স্মরণ করো।
বিয়ে একটি ইবাদত, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।