#Quote

আমি খুব লক্ষ্য করে দেখেছি তোমাকে, যতক্ষন জাগ্রত থাকো তুমি, ততক্ষণই আনন্দ আমার। ঠিক ততক্ষণই আনন্দ আমার।

Facebook
Twitter
More Quotes by Nirmalendu Goon
আমি হাসি । উটের যেমন বালুতে মুখ তেমনি আমি অগ্নিদগ্ধ হাতের দুটি তালুতে মুখ ঢেকে রাখি । বলি, আগুন, জ্বলো সখা, জ্বলো, তোমার দহন আমি ভালোবাসি।
আকাশের তারা ছিঁড়ে ফেলি আক্রোশে, বিরহের মুখে স্বপ্নকে করি জয়ী; পরশমথিত ফেলে আসা দিনগুলি ভুলে গেলে এতো দ্রুত,হে ছলনাময়ী। - নির্মলেন্দু গুণ
তোমার জন্যে কখনো কখনো মৃত্যুর ঝুঁকি নিতে সাধ হয়। - নির্মলেন্দু গুণ
ভালো বেসে কিছু পাওয়া রেখে গেছো বলে আজো এত হারানোর ভয়, নিজের মুখের কাছে বারবার নত হয়ে আসি; ভাবি, এই মুখ এত সুখী, এত স্মৃতিময়! - নির্মলেন্দু গুণ
সবাই যে জাল ছিঁড়তে জানে সময় কি আর সে জাল টানে? আমিও সেই জাল টানি না। তোর প্রেমের ঐ সিংহাসনে, সবাই কি আর বসতে জানে?
আমার কিছু স্বপ্ন ছিল,আমার কিছু প্রাপ্য ছিল, একখানা ঘর সবার মতো আপন করে পাবার, একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার। - নির্মলেন্দু গুণ
এত যে আমি ওখানে যাই ওখানেই পাই কাছে ওইখানে তার পায়ের কিছু চিহ্ন পড়ে আছে।
আমি আছি তুমি নেই, এইভাবে দু’জন দু’দিকে।
ভুলে যাব সব সময়-নিপাতে স্মরণে জাগিয়ে প্রেম, আঁধারে তখন জ্বলিবে তোমার চন্দনে মাখা হেম।
তোমার ভালোবাসায় আমি অনশ্বর, অমর হয়েছি। তোমাকে দেখার আগে আমি শিলা পাথর ছিলাম। অচেতনের সাগরজলে আমি ভাসিতেছিলাম একা।