#Quote
More Quotes by Nirmalendu Goon
আমি খুব লক্ষ্য করে দেখেছি তোমাকে,যখন ঘুমিয়ে পড়ো তুমি, তখন আমার দেহেপ্রাণের আনন্দ বলে কিছুই থাকে না।শুধু অকারণ, অর্থহীনজ়ীবনে তুচ্ছতার গানিছুটে এসে বেদনার বেশে জড়ায় আমাকে।তখন আমাকে আমি চিনতে পারি না।
আমি খুব লক্ষ্য করে দেখেছি তোমাকে, যতক্ষন জাগ্রত থাকো তুমি, ততক্ষণই আনন্দ আমার। ঠিক ততক্ষণই আনন্দ আমার। নির্মলেন্দু গুণ-
হাত বাড়িয়ে ছুঁইনা তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করিনা, এক কে করি দুই!
তুমি লহ নাই ভালোবাসিবার দায়, দু'হাতে শুধুই কুড়িয়েছো ঝরা ফুল। কৃষ্ণচূড়ার তলে,আমি বসে একা বুনিয়াছি প্রেম ঘৃণা বুনিবার ছলে।
ভালোবাসা, কী নাম তোমাকে দিবো? তুমি তো আমারই নাম, আমারই আঙুল ছোঁয়া আলিঙ্গনে বন্ধ সারাবেলা।
হয় নিদ্রা আসুক, না হয় এক্ষুনি অবসান হোক এই অসহায় রাত্রির। - নির্মলেন্দু গুণ
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি! - নির্মলেন্দু গুণ
আমি আছি, তুমি নেই, এইভাবে দু'জন দু'দিকে। - নির্মলেন্দু গুণ
ভাসাও আমারে অকূল সাগরে, নিয়ে চলো প্রিয় যতো দূরে। সেই মহাসিন্ধু দেখাও আমারে, যার শেষ নাই, – নাই তীর যে।
এত যে আমি ওখানে যাই ওখানেই পাই কাছে ওইখানে তার পায়ের কিছু চিহ্ন পড়ে আছে।