#Quote

তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আত্মীয়তা ছেড়ে, চাই না কোথাও যেতে, কোথাও যেতে

Facebook
Twitter
More Quotes by Mahadev Saha
আমার কবিতা যেন শুধু পঙক্তি না হয়, যেন সেটা কারো একাকীত্বে আশ্রয় হয়ে দাঁড়ায়।
যারা সত্যিকারের ভালোবাসে, তারা জেতার জন্য ভালোবাসে না, তারা হারিয়ে যাওয়ার মাঝেই আনন্দ খুঁজে নেয়।
টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে একশেষ; কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না এই হিমঘরে ভাঙ্গা চেয়ারে একা বসে আছি। এ কী শাস্তি তুমি আমাকে দিচ্ছো ঈশর, এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা
ভালোবাসা কখনো দাবি করে না, ভালোবাসা শুধু নিঃশব্দে দিয়ে যায়, প্রতিদানে কিছু চায় না।
কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, তবুও তাকে দোয়া দিও, কারণ সে একদিন তোমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল।
অভিমান করে চলে যাওয়া খুব সহজ, কিন্তু সত্যিকারের ভালোবাসা হলে ফেরা হয়, বারবার।
ভালোবাসা যদি কাঁটা হয়ে বুকে বিঁধে, তবুও সে কাঁটার নামই আমি ফুল রাখি।
তবু মানুষ বেঁচে থাকতে চায়, আমি বেঁচে থাকতে চাই আমি ভালোবাসতে চাই, পাগলের মতো ভালোবাসতে চাই - এই কি আমার অপরাধ !
আমি কোনো মুখের সৌন্দর্যে প্রেমে পড়ি না, আমি হৃদয়ের গভীরে যে কোমলতা, সেটাতেই মোহিত হই।
তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে গেলো, সব নদীপথ বন্ধ হলো, তোমার সময় হলো না - আজ সারাদিন বিষাদপর্ব,সারাদিন তুষারপাত... মন ভালো নেই, মন ভালো নেই