#Quote
More Quotes
إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন..!! (সূরা আল-বাকারা:১৫৩)
আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন, অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়।
আল্লাহ যেটা দেয় না, সেটা থেকেও ভালো কিছু রেখে দেয়।
আল্লাহর দেওয়া সব চেয়ে বড় উপহার হল “মা
বাবা হারানোর কষ্ট তো সেই বুঝতে পারে, যার বাবা নেই। মহান আল্লাহ্ তায়ালা যেন কবরে শুয়ে থাকা সকল বাবাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন।
ভাগ্যে কি আছে জানিনা তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
যে কন্যা ঘরকে ভালোবাসা, হাসি আর রহমতে ভরিয়ে দেয়, আজ তার বিশেষ দিন। আল্লাহ যেন তোমাকে হিফাজতে রাখেন, নেক বানান, আর জীবনের প্রতিটি পদক্ষেপে বারাকাহ দান করেন। জন্মদিন মোবারক, প্রিয় মামনি।
وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন..!! (সূরা আল-বাকারা:১৯৫)
মৃত্যু অনিবার্য। আমরা সকলেই একদিন মারা যাবো। তাই মৃত্যুকে ভয় না পেয়ে বরং জীবনকে পূর্ণতা দিয়ে বাঁচার চেষ্টা করা উচিত।
শবে বরাত হলো আত্মশুদ্ধির রাত। আসুন, আল্লাহর রহমতের আশায় বেশি বেশি ইবাদত করি, পাপ থেকে মুক্তির প্রার্থনা করি। শবে বরাত মোবারক!